• শুক্রবার | ৭ই রমজান, ১৪৪৬ হিজরি | ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৮:০৬

নোটিশবোর্ড

লক্ষ্য ও উদ্দেশ্য

ধারা-০১: লক্ষ্যঃ “আল্লাহপাকের মহব্বতের পথভোলা বান্দা ও রসুলুল্লাহ (সঃ) এর দরদের গুনাহগার উম্মতগণকে শয়তানের হাত তথা জাহান্নামের রাস্তা হতে ফিরিয়ে এনে আল্লাহতায়ালার কুদরতি হাতে তুলে দিয়ে রেজায়ে মাওলা হাসিল করা।” ধারা-০২: উদ্দেশ্য সমুহঃ (১) রেজায়ে মাওলা বা একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহতায়ালার সন্তুষ্টি। (২) আল্লাহর মা’রেফাত অর্জনের উদ্দেশ্যে সুযোগ্য মুর্শিদে মোকাম্মেল অলিকুল শিরোমনি শায়েখে বরহক আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারী, পীর সাহেব রসুলপুরী হযরত রহঃ শিক্ষা ও দীক্ষার সন্ধান মানবসমাজ পর্যন্ত পৌছে দেয়া। (৩) মুর্শিদের প্রদর্শিত পথে পরিচালিত করে মানব সমাজকে যোগ্য করে তোলা। (৪) আধ্যাত্নিক রাহবার হযরত আল্লামা রসুলপুরী (রহঃ) এর যোগ্য খোলাফাবৃন্দের বিশেষকরে হযরতজী রহঃ এর প্রধান খলীফা চার তরীকার পীরে মোকাম্মেল আলহাজ্ব হযরত মাওলানা আইনুল হক নাটোরী পীর সাহেব ঝিনাপাড়া দাঃ বাঃ এর সোহবত অর্জনের মাধ্যমে রাসুল (সঃ) কে প্রেরণের মৌলিক উদ্দেশ্যের ৪টি মিশনে (তেলাওয়াত, তাযকিয়া, এলেম ও হিকমায়) যোগ্য করে করে তোলা। (৫) এসলাহে নফস বা আত্নশুদ্ধি (ভাল খাছলত অর্জন করতঃ মন্দ খাছলত বর্জন) প্রচেষ্টাই এ সংগঠনের মূল লক্ষ্য। (৬) আল্লাহ তায়ালা ও রসুল (সঃ) এর পয়গাম (আলফাজে নবুয়ত ও নুরে নবুয়ত) মহল্লা হতে মসনদ পর্যন্ত পৌঁছে দেয়া। (৭) কুরআন ও হাদিসের মৌলিক জ্ঞানে প্রশিক্ষিত করে মানব সমাজকে দ্বীনের যোগ্য দায়ী ইলাল্লাহ হিসাবে গড়ে তোলা। (৮) শিরকমুক্ত ঈমান ও বিদ’আত মুক্ত আমলী জিন্দেগী গড়ে তোলা। (৯) আমর বিল মা’রুফ এবং নাহি আনিল মুনকার এর কাজে মানব সমাজকে উৎসাহিত করা। (১০) নবীজি (সঃ) এর সিরাতের মাধ্যমে রেখে যাওয়া সম্পূর্ণ দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে মানব সমাজকে গড়ে তোলা। (১১) সৃষ্টিজগতের খেদমতের উদ্দেশ্যে মানব সমাজকে যোগ্য করে তোলা। (১২) রসূল (সঃ) এর যোগ্য উত্তরসুরী তৈরী করে সারা বিশ্বের জীন ও ইনসানের মুক্তির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রেরণ করা।

সাংগঠনিক মূলধারা সমূহ

ধারা-০১: এই দ্বীনি অরাজনৈতিক সংগঠনের নাম হবে ‘জমিয়াতুচ্ছালেকীন সিলসিলায়ে নেছারী’ ধারা-০২: সংগঠনের প্রধানের উপাধি হবে ‘মুহতারাম আমীরে জমিয়ত’। সঙ্গঠনের প্রতিষ্ঠাতা ও আজীবন আমীরে জমিয়ত থাকবেন মুর্শিদে মোকাম্মেল অলিকুল শিরোমনি শায়েখে বরহক আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা শাহ শরীফ আব্দুল মতিন নেছারী পীর সাহেব রসূলপুরী রহঃ প্রধান খলীফা আলহাজ্ব হযরত মাওলানা আইনুল হক নাটোরী দাঃবাঃ পীর সাহেব ঝিনাপাড়া। ধারা-০৩: পতাকা (৯:৪)। পতাকার রং হবে সম্পূর্ণ সাদা। এর সাইজ হবে আয়াতকার। এর উপরে ‘কালিমা তৈয়্যেবা’ এবং উপরে ডান পাশে পূর্ণিমার চাঁদ খচিত থাকবে যা রসুলপুরী রহঃ এর প্রতীক এবং সাদা রঙ এর ৫ টি তারকা থাকবে যা রসুলপুরী রহঃ এর রুহানী সন্তানদের প্রতীক। ধারা-০৪: সর্ব বিষয়ে মজলিসে শূরার সাথে পরামর্শক্রমে মুহতারাম আমীরে জমিয়ত চুড়ান্ত সিদ্ধান্তকারী হবেন। ধারা-০৫: কেন্দ্রীয় দপ্তরঃ খানকায়ে নেছারিয়া, ঝিনাপাড়া, হালসা, নাটোর। (অস্থায়ী) ধারা-০6: প্রতীকঃ “পাচকুল্লী টুপি” যা সুন্নাতী জিন্দেগীর প্রতীক। ধারা-০৭: সংগঠনের স্তর সমূহঃ (ক) কেন্দ্রীয় দপ্তর (খ) বিভাগীয় শাখা (গ) জেলা শাখা (ঘ) থানা/উপজেলা শাখা (ঙ) পৌরসভা/ ইউনিয়ন শাখা (চ) মহল্লা শাখা ধারা-০৮: বাইতুল মাল

নীতিমালা

(১) নিয়তে কামেলা (২) সোহবতে আহলুল্লাহ (৩) তাওবাতুন্নাসুহা (৪) কাছরাতে জিকরুল্লাহ (৫) সুন্নাতী জিন্দেগী ও ইহসানী বন্দেগী (৬) খেদমতে খলক্বিল্লাহ (৭) দাওয়াতে ইলাল্লাহ (৮) জিহাদ ফি সাবিলিল্লাহ (বিশেষ করে নফসের বিরুদ্ধে জিহাদ)

অন্যান্য তথ্য